ডিসেম্বর ২: চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বোআও এশিয়া ফোরামের ভাইস চেয়ারম্যান জেন পেই ইয়ান গত ২৯ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, "চীন ও বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পরিবর্তনের সময় অতিক্রম করছে। এসময় দু'দেশের জন্য কল্যাণকর পারস্পরিক সহযোগিতার ব্যাপক অবকাশ রয়েছে।" চীন সরকার চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণে উত্সাহ দেয় জানিয়ে তিনি বোআও এশিয়া ফোরামের অন্যতম উদ্যোক্তা দেশ হিসেবে বাংলাদেশের প্রশংসা করেন।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাশিনা বলেন, "বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন।" এসময় তিনি জানান, তার দেশ বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবে। বোআও এশিয়া ফোরাম এশিয়া ও বিশ্বে ব্যাপক প্রভাবশালী উন্নয়নভিত্তিক সহযোগিতার প্লাটফর্মে পরিণত হয়েছে বলে প্রধানমন্ত্রী ফোরামের প্রশংসাও করেন।
উল্লেখ্য, জেন পেই ইয়ান ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছে তার সফর শুরু করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন চীনের জাতীয় জ্বালানি কমিশনের বিশেষজ্ঞ পরামর্শ কমিটির পরিচালক চাং কুও পাও, বোআও এশিয়া ফোরামের মহাসচিব চৌ ওয়েন চোং প্রমুখ।(ইয়ু/আলিম)
| ||||








