আগস্ট ২৯: বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বুধবার সকালে রাজধানী ঢাকার 'মুক্তি ভবনে' আয়োজিত এক সভায় এ-দাবি তোলা হয় বলে জানিয়েছে দেশটির তথ্যমাধ্যমগুলো।
দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সভায় শ্রমিক নেতারা, পোশাক শ্রমিকদের মজুরি পুননির্র্ধারণের জন্য গঠিত বোর্ডে শ্রমিকদের পক্ষের প্রতিনিধি হিসেবে সরকারের পছন্দের লোক বাছাই করার অভিযোগ এনে, তার তীব্র সমালোচনা করেন। এর ফলে মজুরি বোর্ড নিয়ে শ্রমিকদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ রয়ে গেছে বলেও তারা দাবি করেন।
গত জুন মাসে সাবেক জেলা জজ অমূল্য কুমার রায়কে প্রধান করে পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় মাসিক ৩ হাজার টাকা। নির্ধারিত এই মজুরিও অনেক পোশাকশ্রমিক পান না বলে অভিযোগ আছে। (আলিম)
| ||||








