Web bengali.cri.cn   
আজ শুভ জন্মাষ্টমী
  2013-08-28 10:38:49  cri

আগস্ট ২৮: আজ শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, পৃথিবী থেকে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই ভক্তরা জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। বাংলাদেশে আজ সরকারি ছুটির দিন।

জন্মষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্টপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান পালন করবে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি। ঢাকা রামকৃষ্ণ মিশন ও মঠেও এ উপলক্ষে কর্মসূচি পালিত হবে। জন্মষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। (আলিম)

মন্তব্য
লিঙ্ক