ছিয়ান হুং
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু ছিয়ান হুংয়ের স্বপ্নের কথা শোনাবো। ছিয়াং হু ১০০ মিটার বাটারফ্লাইয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।
তিনি ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে মহিলাদের সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক জয় করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অবসর নেয়ার পর তিনি পর্যায়ক্রমে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে সাতারের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন। পরে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় 'ছিয়ান হুং সাঁতার বিদ্যালয়' এবং জাতীয় সাঁতার কেন্দ্র 'ওয়াটার কিউব'-র 'ছিয়ান হুং সাঁতার ক্লাব'। দুটো প্রতিষ্ঠানই ব্যাপক জনপ্রিয়তা পায়। গত ১৭ বছর ধরে ছিয়ান হুং সাঁতার শেখাচ্ছেন এবং তার অধীনে লক্ষাধিক শিশু সাঁতারের ওপর ট্রেনিং নিয়েছে।
সম্প্রতি ছিয়ান হুং নিজের 'ছিয়ান হুং সাঁতার বিদ্যালয়'-কে যুক্ত করেছেন ইয়াং সির 'শি চি তুং ফাং' বিদ্যালয়ের সাথে। ফলে, স্কুলটিতে বর্তমানে অন্যান্য ক্রীড়ার পাশাপাশি শিক্ষার্থীরা সাঁতারও শিখতে পারছে সমান তালে।
এ-সম্পর্কে ছিয়ান হুং বলেন, "আমি একজন খেলোয়াড় ছিলাম। এখন আমি একটি বাচ্চার মা-ও। একজন সাবেক খেলোয়াড় ও একজন মা হিসেবে আমি চাই, আরও বেশি বেশি শিশু সাধারণ শিশুদের মতো সাধারণ বিষয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব প্রদর্শন করুক। প্রতিটি শিশুর সুস্থ ও আস্থাবান মানুষ হিসেবে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।"
আগে চীনে যারা ক্রীড়াজগতে আসতো, তারা সাধারণত সাধারণ পড়াশোনার পাঠ চুকিয়ে তবেই আসতো। খেলোয়াড় হিসেবে তাদেরকে প্রশিক্ষণ নিতে হতো এমন প্রতিষ্ঠানে, যেখানে প্রচলিত শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ নেই; বা থাকলেও, সে শিক্ষার মান তেমন উন্নত নয়। সাধারণ শিক্ষায় পর্যাপ্ত যোগ্যতা না-থাকায় এরা খেলা থেকে অবসর নেয়ার পর অন্য কোনো কাজ করতে পারতেন না। এখন 'শি চি তুং ফাং'-এর মতো ক্রীড়া বিদ্যালয়গুলো খেলোয়াড়দের এ-সমস্যার উপযুক্ত সমাধান দিচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাকে ত্যাগ করে নয়, বরং সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় পারদর্শী হিসেবে গড়ে উঠছে। ফলে, এরা চাকরির বাজারেও সমান কদর পাচ্ছে। জীবনের সাফল্য সম্পর্কে এসব শিক্ষার্থী শুরু থেকেই পাচ্ছে ভিন্ন শিক্ষা।
ছিয়ান হুং আরো বলেন, "আমি সবসময় নিজেকেই জিজ্ঞেস করি – 'সাফল্য মানে কী? অলিম্পিকে স্বর্ণপদক জয় অবশ্যই সাফল্য; কিন্তু এ-সাফল্যতো স্বল্প সময়ের জন্য। আমি মনে করি, সত্যিকারের সাফল্য হচ্ছে মনকে সবসময় সক্রিয় ও সুস্থ রাখতে সক্ষম হওয়া এবং সুস্থ শরীর অর্জন করা।"
বন্ধুরা, 'ক্রীড়াজগত' অনুষ্ঠানটি আজ এ-পর্যন্তই। এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলবে। আপনাদের সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।
আশা করি, আপনারা ওয়েবসাইটের মেইল বক্স, ইমেইল বা টেলিফোনে যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তা-ও জিজ্ঞেস করতে পারেন । আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো http: //bengali.cri.cn, ইমেইল ঠিকানা হলো – ben@ cri.com..cn আর টেলিফোন নম্বর হলো - ০০৮৮ ১০ ৬৮৮৯ ২৪২০
আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার কথা হবে আসছে রোববার, একই সময়ে। চাই চিয়ান। (উর্মি/আলিম)
| ||||