Web bengali.cri.cn   
রাশিয়ান কাপে দৃষ্টি ইতোর
  2013-06-04 18:07:31  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এখন রয়েছে প্রতি রোববারের অনুষ্ঠান---ক্রীড়াজগত। পরিবেশন করছি আমি ওয়াং হাইমান ঊর্মী।

বন্ধুরা, আজকের ক্রীড়াজগত অনুষ্ঠানে আমি রাশিয়ান কাপে সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদেরকে শোনাবো। সম্প্রতি আনঝি মাকাচকালার অধিনায়ক স্যামুয়েল ইতো বলেছেন, চলতি মৌসুমে তৃতীয় স্থান লাভ করায় রাশিয়ান কাপ শিরোপা জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ক্যামেরুনের ৩২ বছর বয়সী ওই স্ট্রাইকার দৈনিক স্পোর্ট এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, 'চলতি মৌসুমে আনঝির তৃতীয় স্থান নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আমি আরও প্রত্যাশা করছি যে, সপ্তাহের শেষ ভাগে অনুষ্ঠিতব্য রাশিয়ান কাপের ফাইনাল শেষে আমরা আনন্দ উদযাপন করার মতো কিছু পেয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস, ট্রফিটি জয়ের মতো যোগ্যতা আমাদের আছে।'

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে আগামী শনিবার রাশিয়ান কাপের ফাইনালে নবাগত লিগ চ্যাম্পিয়ন সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে আনঝি। দলটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা দেয়া ইতো আরও বলেন, ওই ফাইনাল ম্যাচে সিএসকেএ'র ফুলব্যাক সার্গেই ইগনাসেভিচকে পাশ কাটাতে পেরেও তিনি খুশি। সেমিফাইনালে রোসতোভের মোকাবিলা করার সময় লালকার্ড দেখে মাঠ ছাড়ার কারণে ফাইনালে খেলতে পারছেন না তিনি।

ইতো বলেন, 'ফাইনালে ইগনাসেভিচের অনুপস্থিতির কারণে আমি নিজে আরও বেশি ভরসা পাচ্ছি। তিনি অসাধারণ এক খেলোয়াড়। যে কোনো পরিস্থিতিতেই তিনি দুর্দান্ত। এটি ঠিক যে, সিএসকেএতে আরও অনেক মেধাবী ডিফেন্ডার রয়েছে। কিন্তু আমি যখন জানতে পারলাম তিনি ফাইনালে খেলবেন না, তখনই আমি অনেকটা নির্ভার হলাম।' চারবার আফ্রিকায় বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া ওই তারকা আরও আশা করছেন, কোচ গাস হিডিংকও ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন। তিনি বলেন, 'আমি জানি না তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করব তিনি ক্লাবটির পক্ষে কাজ অব্যাহত রাখবেন।' ইতো বলেন, 'তিনি অসাধারণ এক কোচ। তার মতো কোচ সারা বিশ্বে খুব বেশি নেই। ভবিষ্যতেও আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী।'

বন্ধুরা, আজকের 'ক্রীড়াজগত' এখানেই শেষ করতে হচ্ছে। এ-অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলবে। আপনাদের সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।

আশা করি, আপনারা ওয়েবসাইটের মেইল বক্স, ইমেইল বা টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে তা-ও জিজ্ঞেস করতে পারেন । আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো http: //bengali.cri.cn, ইমেইল ঠিকানা হলো – ben@ cri.com..cn আর টেলিফোন নম্বর হলো - ০০৮৮ ১০ ৬৮৮৯ ২৪২০

আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার কথা হবে আসছে রোববার, একই সময়ে। চাই চিয়ান।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক