Web bengali.cri.cn   
হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র (২)
  2013-05-28 16:00:39  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এখন রয়েছে প্রতি রোববারের অনুষ্ঠান---ক্রীড়াজগত। পরিবেশন করছি আমি ওয়াং হাইমান ঊর্মী।

বন্ধুরা, গত রোববারের 'ক্রীড়াজগত' অনুষ্ঠানে আমি 'হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি নিয়ে নির্মিতব্য একটি তথ্যচিত্রের' কথা আপনাদের বলেছি। সে-অনুষ্ঠানে বলেছি হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলার চাং চুন সিউ'র অতীত স্মৃতির কথা। আজকের অনুষ্ঠানে হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া আরেকজন প্রবীণ ফুটবলার চাং শুই হাও'র স্মৃতির কথা শোনাবো।

৮০ বছর বয়সী চাং শুই হাও চীনের শাং হাই'র অধিবাসী। তাঁর শরীরের অবস্থা বেশ ভাল বলে চীনে মাঝে মাঝে কিছু খেলাধুলার অনুষ্ঠানে অংশ নেন। এমনকি, প্রতি মঙ্গলবার তিনি ফুটবলও খেলেন। আমাদের সংবাদদাতাকে তিনি বললেন যে, আসলে তিনি বহুবার পর্যটন দলে অংশ নেয়ার জন্য আবেদন করেছিলেন। তবে তা শুধু পুনরায় হাঙ্গেরিতে ফিরে যাওয়ার জন্য। এবার তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। কারণ, ৬০ বছর পর তিনি আবারো হাঙ্গেরিতে ফিরে এসেছেন। হাঙ্গেরিতে তিনি ফেলে-আসা দিনগুলোকে খুঁজেছেন ও পুরনো প্রশিক্ষণকেন্দ্রে গিয়েছেন তা নয়, তিনি তার অতি প্রিয় এক ফুটবলারের সাক্ষাতও পেয়েছেন। এই ফুটবলর হচ্ছেন হাঙ্গেরির 'গোল্ডেন টিম'-এর গোলরক্ষক গ্রোসিক্স গিওলা। চাং শুই হাও আরও বললেন, "এখন গিওলার বয়স হয়েছে ৮৭ বছর।" হাঙ্গেরিতে দু'জন চীনা ফুটবলার তথ্যচিত্র নির্মাণে জন্য এসেছেন শুনে তিনি তাদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। চাং শুই হাও বলছেন : "তার সঙ্গে দেখা করার মুহূর্তটা অসাধারণ। সেসময় আমরা যেন ৬০ বছর আগে ফিরে গিয়েছিলাম। বছরের পর বছর গড়িয়ে গেছে, আমাদের চেহারা পরিবর্তিত হয়েছে, কিন্তু হৃদয়ের টানটা ঠিকই রয়ে গেছে।"

চীন আন্তর্জাতিক বেতার ও এন.এস.পি কোম্পানির সৌজন্যে দু'জন প্রবীণ চীনা ফুটবলার হাঙ্গেরিতে তাঁদের অতীত প্রশিক্ষণস্থান পরিদর্শন করেছেন, পুসকাস ফেরেঙ্ক স্টেডিয়ামে গিয়েছেন এবং সেখানে নির্মাণাধীন কনফুসিয়াস ইন্সটিটিউট ভবনও পরিদর্শন করেছেন। দু'জন ফুটবলারই মহা খুশি এবং সন্তুষ্ট। স্বদেশে ফিরে আসার পর তাঁরা হাঙ্গেরিতে নিজেদের নতুন করে ভ্রমণের বিষয়ে গল্প করবেন তাদের পুরনো সতীর্থদের সঙ্গে, যারা এখনো বেঁচে আছেন পুরনো স্মৃতি নিয়ে।

জানা গেছে, হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি ও বর্তমান জীবন নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী আগামী জুনে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । আশা করি, তথ্যচিত্রটি সুন্দর হবে, বৈচিত্র্যময় হবে।

বন্ধুরা, আজকের 'ক্রীড়াজগত' এখানেই শেষ করতে হচ্ছে। এ-অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলবে। আপনাদের সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।

আশা করি, আপনারা ওয়েবসাইটের মেইল বক্স, ইমেইল বা টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে তা-ও জিজ্ঞেস করতে পারেন । আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো http: //bengali.cri.cn, ইমেইল ঠিকানা হলো – ben@ cri.com..cn আর টেলিফোন নম্বর হলো - ০০৮৮ ১০ ৬৮৮৯ ২৪২০

আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার কথা হবে আসছে রোববার, একই সময়ে। চাই চিয়ান। (ঊর্মি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক