Web bengali.cri.cn   
বর্তমানের প্রথম কর্তব্য হচ্ছে আটকে পড়া মানুষদের উদ্ধার করা: লি খে ছিয়াং
  2013-04-21 10:34:08  cri

এপ্রিল ২১: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং শনিবার বিকেলে উদ্ধার সামগ্রী পরিবহনের হেলিকপ্টার যোগে সিছুয়ানের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে যান। তিনি সেখানে হাসপাতাল পরিদর্শন করেন, ভূমিকম্পের ধ্বংসস্তূপে পর্যবেক্ষণ করেন, দুর্গতদের তাঁবুতে প্রবেশ করেন। তিনি পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে নিহত স্বদেশবাসীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শনিবার রাতে লি খে ছিয়াং লুশান জেলায় উদ্ধার পরবর্তী কাজ বিন্যাস সংক্রান্ত এক জরুরী সভা পরিচালনা করেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে সিছুয়ান প্রদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাওয়া। প্রথম কাজ হচ্ছে আটকে পড়া মানুষদে উদ্ধার করা এবং দূর্গতদের জরুরী ও প্রয়োজনীয় সকল ত্রাণ সহায়তা প্রদান করা। আহতদের চিকিত্সার জন্য আরো জনশক্তি জড়ো করা এবং গুরুতর আহতদের যথাযথ স্থানে দ্রুততার সাথে স্থানান্তর করা, যাতে মৃত্যুর হার ও প্রতিবন্ধী হওয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। লি খে ছিয়াং আরো বলেন, তাঁবু, তুলার লেপসহ নানা উদ্ধার সামগ্রী পাঠানোর জন্য ভেঙ্গে পড়া পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন করতে হবে। উদ্ধার কাজের সফলতা উন্নীত করার জন্য আরো ২০০ জন উচ্চ মানের পেশাদারি উদ্ধার দল পাঠাবে। স্থানীয় লোকবল, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের উদ্ধার শক্তির সঠিক ও বিজ্ঞান ভিত্তিক সমন্বয়ের জন্য একটি কার্যকর ভূমিকম্প উদ্ধার নিয়ন্ত্রণ ব্যবস্থাও প্রতিষ্ঠিত হবে। (ইয়ু)
মন্তব্য
লিঙ্ক