Web bengali.cri.cn   
ভূমিকম্প কবলিত লুশান অঞ্চলে চীনের জাতীয় জরুরী উদ্ধার দল
  2013-04-21 10:00:53  cri
এপ্রিল ২১: চীনের ভূমিকম্প ব্যুরোর সূত্রে জানা গেছে, ভূমিকম্প পরপবর্তী জাতীয় দুর্যোগ ও জরুরি উদ্ধার দল রোববার ভোর ৫টা ২৫ মিনিটে সিছুয়ানের ছিয়োংলাই বিমান বন্দরে পৌঁছে লুশান ভূমিকম্প কবলিত অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ শুরু করবে। ২০০ জনের সমন্বিত একটি দল এই জাতীয় দুর্যোগ ও জরুরি উদ্ধার দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। এদের মধ্যে ২১ জন ভূমিকম্পের উদ্ধার বিশেষজ্ঞ, ৩৯ জন চিকিত্সক আর ১৪০ জন উদ্ধারকর্মী। উদ্ধার দলটি ২টি উদ্ধার গাড়ি আর ২০ হাজারেরও বেশি যন্ত্রপাতি আর ঔষধসহ মোট ৩০ টন সামগ্রী আর ১২টি স্নিফার কুকুর সাথে নিয়েছে। (ইয়ু / লিপন)
মন্তব্য
লিঙ্ক