Web bengali.cri.cn   
ভুমিকম্প বিধ্বস্ত এলাকায় চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং
  2013-04-20 19:38:22  cri
এপ্রিল ২০: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং সিছুয়ান প্রদেশের লুশান জেলার লংমেন উপজেলার সরকারী মহাচত্ত্বরে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছেন। সে অঞ্চল থেকে পাও সিং যাওয়ার সড়ক পুনরায় চালু করা নির্দেশ প্রদান করেন তিনি, যাতে দ্রুততার সাথে সম্ভব সকল উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করা চালানো যায়। (ওয়াং তান হোং/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক