
লুশান ভূমিকম্পের ওপর মনোযোগ দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্য মাধ্যম এবং শ্রোতারা

2013-04-20 18:48:15 cri
এপ্রিল ২০: শনিবার সিছুয়ান প্রদেশের ইয়াআন অঞ্চলের লুশান জেলায় ৭ মাত্রার ভূমিকম্প ঘটে। ঘটনার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্য মাধ্যম এবং শ্রোতারা এর ওপর নিবিড় দৃষ্টি রেখে চলেছে।
ফিলিপাইনের জিএমএ মিডিয়া গ্রুপসহ বেশ কয়েকটি তথ্য মাধ্যমে তাদের ওয়েবসাইটের কেন্দ্রীয় অংশে লুশান জেলার ভূমিকম্প সম্পর্কিত খবর প্রকাশ করেছে। খবরগুলোতে প্রধানত ভূমিকম্পের বিস্তারিত পরিস্থিতি, চীনা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ হতাহতের সংখ্যা, উদ্ধার ও ত্রাণ কাজে চীনা নেতাদের উদ্দ্যোগ এবং ভূমিকম্প দুর্গত অঞ্চল—ইয়াআন অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি প্রকাশ করা হয়।
রেডিও দি ভয়েস অব ভিয়েতনাম ভিওভি'র ওয়েবসাইটে এ দিন ১০টা ২ মিনিটে ভূমিকম্প বিষয়ক খবর প্রকাশ করা হয়। এছাড়া দেশটির অন্যান্য ওয়েবসাইটও এবারের ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে।
এছাড়া চীন আন্তর্জাতিক বেতারের দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষা-ভাষী শ্রোতারাও দুর্যোগপূর্ণ বর্তমান পরিস্থিতির ওপর বিশেষ মনোযোগ দিচ্ছেন।
খোং চিয়া চিয়া
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
