

বানীতে পুতিন বলেন, সি ছুয়ান প্রদেশের ইয়াআন অঞ্চলের লুশান জেলায় ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক হতাহত হয়েছে। এর জন্য তিনি গভীর ভাবে মর্মাহত, নিহতদের প্রতি তাঁর শোক এবং আহতদের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করেন। এ সময়ে তিনি আরও বলেন যে, দুর্যোগপূর্ণ এই সকল অঞ্চলে জনসাধারণের জন্য ত্রাণ সহায়তা প্রদান করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।
একই দিন জাপানের চিচি বার্তা সংস্থা, মাইনিচি শিমবুন পত্রিকা, সানকেই শিমবুন পত্রিকা এবং এস এইচ কে টেলিভিশনসহ বিভিন্ন সংবাম মাধ্যম ভূমিকম্পের ওপর বিশেষ নজর রাখছে। বিশেষ করে ভূমিকম্পের ২০ মিনিটের পরথেকেই চিচি বার্তা সংস্থা এই সংবাদ সম্প্রচার করে এবং এরপর থেকে সর্বশেষ খবর প্রচার করা অব্যহত রেখেছে।
পাকিস্তানের প্রধান সংবাদ মাধ্যমে জিইও ও পাকিস্তানের বার্তা সংস্থা দ্রুততার সাথে ভূমিকম্প পরবর্তী সর্বশেষ খবর প্রকাশ করেছে। পাকিস্তানের বার্তা সংস্থা জানায়, ১৬ এপ্রিল বিকেল পাকিস্তানে ৭.৮ মাত্রার ভূমিকম্প ঘটে। সেজন্য চীনের এ ভূমিকম্পের খবর অত্যন্ত দুঃখজনক। খবরে জানানো হয় যে, চীন সরকারের সমন্বিত উদ্দ্যগে দুর্গত অঞ্চলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া দক্ষিণ কোরিয়া. সিঙ্গাপুর ও কাজাকস্থানসহ বিভিন্ন সংবাদ মাধ্যম ভূমিকম্পের খবর সম্প্রচার করছে এবং এ বিষয়ে গভীর নজর রাখছে। (ওয়াং তান হোং/লিপন)




