
সিছুয়ানের লুশান ভূমিকম্পে ১৬০ জন নিহত

2013-04-21 10:08:44 cri
এপ্রিল ২১: শনিবারের মধ্যরাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত চীনের সিছুয়ান প্রদেশের ইয়াআন শহরের লুশান জেলায় ৭ মাত্রার ভূমিকম্পে মোট ১৬০ জন নিহত হয়েছে। চীনের ভূমিকম্প ব্যুরো এ খবর নিশ্চিত করেছে। ইয়াআন শহরে মোট ১৪৫ জন নিহত, ১৬ জন নিখোঁজ এবং ৬৭০০ জন আহত হয়েছে। তেইয়াং শহরের চোংচিয়াং জেলায় ২ জন নিহত, ছেংতু শহরে ৮ জন নিহত, আবা বিভাগের সিয়াওচিন জেলায় ১ জন নিহত, মেইশান শহরের হোংইয়া জেলায় ১ জন নিহত, কানজি বিভাগে ৩ জন নিহত হয়েছে। ইউয়ুন্নান প্রদেশের ভূমিকম্পের জরুরি উদ্ধার দল লোংমেন থানায় ৩ জনকে উদ্ধার করেছে। রোববার ভোর ৪টা ৫৩ মিনিটে সিছুয়ানের লুশান জেলা আর ছিয়োংলাই শহরের সংলগ্ন এলাকায় আবারও ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উত্পত্তিস্থানের গভীরতা ১৬ কিলোমিটার। (ইয়ু)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
