
হলুদ সাগরের জলসীমায় ৫ মাত্রার ভূমিকম্প

2013-04-21 10:00:50 cri
এপ্রিল ২১: চীনের ভূমিকম্প নেটওয়ার্ক হলুদ সাগরের জলসীমায় ৫ মাত্রার ভূমিকম্প কেন্দ্র নির্ধারণ করেছে। ২১ এপ্রিল সকাল ৭টা ২১ মিনিটে এই জলসীমার (উত্তর অক্ষাংশ ৩৫.২ ডিগ্রি, পূর্ব দ্রাঘিমা ১২৪.৬ ডিগ্রি) ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উত্পত্তি কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার। (ইয়ু)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
