Web bengali.cri.cn   
আলো-ছায়া
  2013-02-28 10:59:37  cri

গান শুনে শুনে আজকের আলোছায় অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবারে বিদায়ে পালা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের মনে কোন অনুভূতি সৃষ্টি হলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে দেয়া ঘোষণাটি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। শ্রোতাবন্ধু, আগামী মার্চ মাস থেকে আপনারা যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানাবেন, এদের মধ্য থেকে প্রতিমাসে পাঁচজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে। এবং এ পাঁচজন শ্রোতার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি উপহার।

আমি আপনাদের চিঠি বা ই-মেইল অপেক্ষায় রইলাম। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এখন শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। চাই চিয়েন।

লিলি/ লিপন


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক