Web bengali.cri.cn   
আলো-ছায়া
  2013-02-28 10:59:37  cri

এখন আমি এমন একজন শ্রোতার চিঠি পড়তে চাই, যিনি হচ্ছেন আমাদের আলোছায়া অনুষ্ঠানের একজন বিশেষ ভক্ত শ্রোতা। তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমন্তির দেবাশীষ গোপ। প্রথমে তারঁ একটি চিঠি এবং এরপরে তাঁর কয়েকটি ই-মেইল পড়ে শোনাতে চাই। দেবাশীষ গোপ একটা ই-মেইলে লিখেছেন- সত্যি কথা বলতে কি 'আলোছায়া' আসর শুনে বিশ্বের অনেক ভালো ভালো সিনেমার সাথে পরিচিত হওয়া যায়। আমি এর আগে অন্য ভাষার সিনেমা প্রায় দেখিনি বা শুনিনি। আলোছায়া সেই অভাব পূরণ করে দিয়েছে। এ জন্য কৃতজ্ঞতা জানাই। আজকের যুক্তরাষ্ট্রের একটি ছবির অভিনেতা ক্রিস গার্ডনারের জীবনের উত্থানের ধারাবাহিকতা ছবিটিকে বিশেষ রূপ দিয়েছে। এছাড়া, ভারত ও বাংলাদেশের সিনেমার খবর শুনে অনেক কিছু জানলাম।

গত মাসের ৩১ জানুয়ারি আমাকে দেয়া একটি ই-মেইলে দেবাশীষ গোপ লিখেছেন, আজকের আলোছায়া অন্যান্য দিনের চাইতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছিল। আশার কথা আমিও আজ থেকে এই আসরের একজন নিয়মিত শ্রোতা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম একান্তই মজা পাবার আকাঙ্খায় এবং বিশ্ব চলচ্চিত্রের নানান ঘটনার সঙ্গে পরিচিত হতে পারবো, সর্বোপরি নিজেকে আনন্দঘন পরিবেশে শরিক করতে পারব বলে। একটা চলচ্চিত্র যা দিতে পারে তা হলো জীবনের প্রতিচ্ছবি, জ্ঞানদান ও বিনোদন। অবশ্য সব ছবি নয়। ব্যতিক্রমও আছে। সে তো স্বাভাবিক।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক