

চলতি মাসের ৭ তারিখে আমাকে পাঠানো আরেকটি ই-মেইলে দেবাশীষ গোপ লিখেছেন, আজ আলোছায়া আসরে দক্ষিণ কোরিয়ার সিনেমা সুখোর কাহিনী হৃদয়কে ছুঁয়ে গেলো। ইউনসু ও ইনসির প্রেম কাহিনীতে শেষে দুজনের ছাড়াছাড়ি এবং ইনসি মারা যাবার পর ইউনসুর অনুতাপের বিষয় ছবিটিকে একটি আলাদা মাত্রা দিয়েছে। এ ছাড়া, ঘেটু পুত্র কমলা প্রসঙ্গে ঘেটু গানের ইতিহাস জেনে ভালো লাগলো। আমি 'আলোছায়া' আসরে উত্তমকুমারের অভিনয় জীবন সম্বন্ধে জানতে আগ্রহী। শোনালে খুশি হব।
প্রিয় শ্রোতা দেবাশীষ গোপ, আপনার প্রতিটি ই-মেইল বা চিঠি আমি অত্যন্ত আগ্রহ আর মনোযোগ দিয়ে পড়ি। আপনি সব সময়ে আমাদের আলোছায়া বিষয়ে ইতিবাচক মূল্যায়ন করেন, ভালো ভালো প্রস্তাব দিয়ে থাকেন। আবার বেশ সুন্দর করে নিজের অনুরোধটি জানিয়ে দেন। শুধু তাই নয় অনুষ্ঠান শোনার পর আপনার অনুভূতিও আমার সঙ্গে ভাগাভাগি করেন। আমি আপনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি, আপনি আপনার এই নির্মোহ সান্নিধ্য থেকে কখনোই বঞ্চিত হবো না, বরং আরো আরো চিঠি ও ই-মেইল পাঠিয়ে আমাকে উত্সাহি করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ।
সেই সাথে আমি সকল শ্রোতাদের উদ্দ্যেশে বলতে চাই আপনারা আরো বেশি বেশি চিঠি বা ই-মেইলের মাধ্যমে আপনার মতামত আর সুকমল অনুভূতিগুলো প্রকাশ করুন যেন সবাই মিলে সবার অনুভূতি ভাগাভাগি করে একটি দর্শক পরিবার হয়ে উঠতে পারি।
আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসাথে আরেকটি বাংলা ছবির গান শুনবো।




