

ই-মেইলে আপনি দুটি বিষয়ে অনুরোধ করেছেন। প্রিয় রানা, আপনার জন্য সত্যি একটি সু-সংবাদ রয়েছে। প্রিয় শ্রোতাবন্ধুদের উদ্দ্যেশে এ পর্যায়ে আমি একটি বিশেষ ঘোষণা দিতে চাই। শ্রোতাবন্ধু আগামী মার্চ মাস থেকে আপনারা যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানাবেন, এদের মধ্য থেকে প্রতি মাসে পাঁচজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে। এবং পাঁচজন শ্রোতার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় একটি উপহার।
আমি নিশ্চিত যে, আরো বেশি শ্রোতা এই অনুষ্ঠান শুনবেন এবং আপনাদের মতামত বা অনুভূতি প্রকাশ করে অনেক অনেক মজার সব ই-মেইল অথবা চিঠি লিখবেন। আমি আপনাদের চিঠি বা ই-মেইলের অপেক্ষায় রইলাম।
রেকর্ড –
আচ্ছা, প্রিয় শ্রোতা, এবারে একটু বিশ্রাম নেবো। বাংলা চলচ্চিত্রের একটি গান শুনুন তাহলে।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন ওল ইন্ডিয়া সি আর আই লিসনার্স এসোসিএশিনের বিধান চন্দ্র শ্যানাল আমাকে দেয়া চিঠিতে লিখেছেন-
ম্যাডাম লিলি, নমস্কার। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আলো ছায়া অনুষ্ঠানে হিন্দি চলচ্চিত্র 'চাঁদনীচক টু চায়না'এর ধ্বনিচিত্র শুনতে চাই। আশাকরি শিঘ্রই আমার অনুরোধ পুরণ করতে সবরকম চেষ্টা করবেন। ভালো থাকবেন।




