

প্রিয় বিধান চন্দ্র শ্যানাল, আপনি সত্যিই আমাদের আলোছায়ার একজন নিয়মিত এবং উত্সাহী শ্রোতা। প্রতি বৃহস্পতিবার আলোছায়া অনুষ্ঠান প্রচারের পর আমি আপনার কাছ থেকে একটি ই-মেইল পেয়ে থাকি। আপনার বিশেষ সমর্থন ও উদ্যমতার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমাকে সত্যিই দুঃখের সাথে বলতে হচ্ছে যে, এ চলচ্চিত্র আমি কখনও শুনিনি এবং আমার হাতে এই ছবিটির কোন ভিডিও নেই। আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আপনার এই অনুরোধ পূরণ করা সম্ভব নাও হতে পারে। তবে কথা দিচ্ছি ভবিষ্যতে কখনো ছবিটি আমার হাতে পেলে আমি তা অবশ্যই প্রচার করবো। আশাকরি আপনার মন খারাপ হয় নি এবং আপনি নিশ্চয়ই সমস্যাটি বুঝতে পেরেছেন। তবে পরের অনুষ্ঠানগুলোতে আমি ভারতসহ বিশ্বের অন্য দেশের জনপ্রিয় চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার পরিকল্পনা গ্রহণ করেছি। আশাকরি, আপনি নিময়িতভাবে আলোছায় অনুষ্ঠান শুনবেন এবং আমাকে নিরন্তর ভাবে উত্সাহিত করে যাবেন।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আমরা একসঙ্গে একটি বাংলা চলচ্চিত্রের গান শুনবো।




