Web bengali.cri.cn   
আগামী দশ বছরে চীন-নেপাল সহযোগিতা প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হবে: সিনহুয়া বার্তাসংস্থাকে বাবুরাম ভট্টরাই
  2012-11-21 18:27:18  cri

নভেম্বর ২১: নেপালের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ১৯ নভেম্বর সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, "আগামী দশ বছরে নেপাল ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দু'পক্ষের প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হবে এবং এসময় নেপাল পূর্ব ও দক্ষিণ এশিয়ার সেতু-রাষ্ট্রে পরিণত হবে।"

সদ্য-সমাপ্ত চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসে নির্বাচিত সিপিসির নতুন সাধারণ সম্পাদক সি চিন পিংকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা। দেশটির অর্জিত যে-কোন অগ্রগতি সারা বিশ্বে প্রভাব ফেলে। চীনের উন্নয়ন থেকে নেপাল অনেক উপকৃত হয়েছে।"

চীনের উন্নয়নের পদ্ধতিকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের চাইতে সম্পূর্ণ ভিন্ন আখ্যায়িত করে তিনি বলেন, "গোটা বিশ্ব আজ চীনের পদ্ধতির ওপর নজর রাখছে। আমি মনে করি, চীনা পদ্ধতির উন্নয়ন নিয়ে গবেষণা করা এবং তা থেকে শিক্ষা নেয়া উচিত।"

এসময় তিনি চলতি বছর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-য়ের নেপাল সফরের কথা উল্লেখ করে বলেন, "নেপাল সবসময় একচীন নীতি অনুসরণ করে চলে। বিশেষ করে, তিব্বত সমস্যায় নেপাল যথাসাধ্য চীনকে সমর্থন করে যাবে। এটা চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোন দেশের এ-ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক