
নেপালে বিমান দুর্ঘটনায় চীনা নাগরিকদের পরিচয় মিলেছে

2012-09-29 19:13:05 cri
সেপ্টেম্বর ২৯: নেপালে শুক্রবার সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহত চার জন চীনা নাগরিক এবং একজন প্রবাসী চীনার পরিচয় পাওয়া গেছে। নেপালে চীনের দূতাবাস ওই দিন বিকেলে এ কথা জানায়।
নিহত চার চীনা নাগরিক হলেন কুয়াং তোং, চিয়াং সু, শান সি প্রদেশ ও পেইচিং মহানগরের অধিবাসী। প্রবাসী চীনার সঙ্গে তারা নেপালের পূর্বাঞ্চলে ৬ হাজার মিটার উচুঁ পর্বত শিখরে আরোহণ করতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫জন চীনা আছেন - এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেদেশে চীনা দূতাবাস জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে দূতাবাস নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করছে। (ওযাং তান হোং/এসআর)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
