
নেপালে তিনজন বিদেশী পর্যটক নিহত

2012-10-26 20:01:19 cri
অক্টোবর ২৬: নেপালে গত বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন স্থানে তিনজন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় তথ্যমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, সেদিন সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মাস্টাং অঞ্চলে ২৫ বছর বয়সী একজন ইসরাইলি নাগরিক নদী পার হবার সময় সেতু থেকে পড়ে মারা যান। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
একইদিনে, একজন ৫৩ বছর বয়সী জার্মান মহিলা পর্যটক পর্বতে আরোহণের সময় আকস্মিকভাবে মারা যান এবং ৬২ বছর বয়সী এক অস্ট্রেলিয় পর্যটককে তার তাঁবুতে মৃত অবস্থায় পাওয়া যায়। (প্রকাশ/আলিম)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
