
সিপিসি'র ১৮তম কংগ্রেস আগামী ১০ বছরে চীনের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ : নেপালের সংবাদ মাধ্যম

2012-11-10 19:14:29 cri
নভেম্বর ১০: নেপালের উর্ধ্বতন সাংবাদিক রাজেন্দ্র পানাদি সম্প্রতি সিপিসি'র ১৮তম কংগ্রেস সম্পর্কিত সিআরআইয়ের খবর শুনে ইমেলে তার অভিনন্দন জানিয়েছেন।
ইমেলে তিনি লিখেছেন, 'এবারের সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করা হলো চীনের কমিউনিস্ট পার্টি তথা চীন সরকার ও চীনা জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯০ বছর পার করা সিপিসি গেল ৩০ বছরে চীনের উন্নয়নের অপূর্ব সাফল্য সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন আরো বড় সাফল্য অর্জন করতে পারবে'। (স্বর্ণা/আবাম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
