Web bengali.cri.cn   
চীন সরকারের নতুন নেতৃবৃন্দ আরও বেশি সাফল্য অর্জন করবে: বেগ বাহাদুর থাপা
  2012-11-13 18:01:02  cri
নভেম্বর ১৩: চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের আয়োজন ও সিদ্ধান্তসমূহ ভবিষ্যতে চীনের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দিক নির্দেশনা দেবে, আর এর মধ্যেই রয়েছে চীনের তাত্পর্যবহ সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বেখ বাহাদুর থাপা সম্প্রতি এ কথা বলেছেন।

তিনি বলেন, সিপিসি'র উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'র উত্থাপিত কর্মরিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। গত ১০ বছরে সিপিসি'র নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে চীন চমত্কার সাফল্য অর্জন করেছে। সিপিসি'র জাতীয় কংগ্রেসের নির্বাচিত চীন সরকারের নতুন নেতৃবৃন্দের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বিশ্বাস করেন, আগামী ১০ বছরসহ ভবিষ্যত দিনগুলোয় চীন সরকারের নতুন নেতৃবৃন্দের নেতৃত্বে চীনা জনগণ আরও বিরাট সাফল্য অর্জন করতে পারবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের প্রভাব আরও দৃঢ় ও গভীরতর হবে।(সুবর্ণা/আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক