Web bengali.cri.cn   
সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের সফর সমাপ্তি: চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ
  2012-11-14 15:35:54  cri

নভেম্বর ১৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস বুধবার পেইচিংয়ের মহা গণভবনে সফলভাবে শেষ হয়েছে। কংগ্রেসের রিপোর্টে পার্টির সকল সদস্যের প্রতি চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠনের লক্ষ্যে অব্যাহতভাবে পরিশ্রম করে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রিপোর্টে  'চিন্তামুক্ত মন নিয়ে সম্মিলিতভাবে সম্ভাব্য কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে যে, যখন পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পুর্তি উদযাপন করা হবে, তখন চীনে সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। রিপোর্টে আরো বলা হয়, নয়া চীন প্রতিষ্ঠার এক'শ বছর পুর্তি আগেই সার্বিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্য ও সুষম সমাজতান্ত্রিক এক আধুনিক দেশে পরিণত হবে আজকের চীন।

এদিকে, সিনহুয়া বার্তা সংস্থার এক নিবন্ধে বলা হয়েছে, ২০২০ সালে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা লক্ষ্য অর্জনের জন্য হাতে আছে মাত্র ৮ বছর এক মাস সময়। তবে সিপিসি কীভাবে উন্নয়ন পরিকল্পনা করে তা বাস্তবায়ন করবে, তা স্পষ্ট। পার্টির বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব 'সুখী চীন', 'সুষম চীন' ও 'সুন্দর চীন' এখন আরো স্পষ্ট ও উজ্জ্বল।

নিবন্ধে আরো বলা হয়েছে, চীনের ভবিষ্যত নিয়তি কখনো আজকের মতো গোটা বিশ্বের নিয়তির সাথে এতো নিবিঢ়ভাবে সম্পর্কিত ছিল না। শান্তিপূর্ণ উন্নয়নের মঞ্চে চীন এবং বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা অতীতের যে-কোনো সময়ের চেয়ে অধিক স্থিতিশিল ও দৃঢ় হয়েছে। (ইয়ু / আলিম)

মন্তব্য
লিঙ্ক