Web bengali.cri.cn   
নারী সমাজের সার্বিক উন্নয়নের মাধ্যমে সকলের জন্য উন্নততর বিশ্ব গঠন
  2015-11-30 13:06:39  cri

সুধীবৃন্দ ও বন্ধুরা,

চীনা জনগণ সুখী জীবন অন্বেষণ করে। চীনা সমাজে প্রতিটি নারী জীবনে সর্বোচ্চ সফলতা অর্জনের এবং স্বপ্ন পূরণের সুযোগ পায়। লিঙ্গসাম্য চীনের রাষ্ট্রীয় নীতির অংশ। লিঙ্গসাম্য রক্ষায় চীন আরও কাজ করবে। সমাজের 'অর্ধেক আকাশ' হিসেবে নারীদের গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালনের সুযোগ আরও সম্প্রসারিত করা হবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীদের স্বপ্ন-সাধ পূরণে চীন সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে। চীনা নারী নিজেদের উন্নয়নের মাধ্যমে বিশ্ব নারী আন্দোলনে বৃহত্তর ভূমিকা পালন করবে এবং বিশ্বব্যাপী লিঙ্গসাম্য রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

বিশ্ব নারী উন্নয়ন কার্যক্রম এবং 'ইউএন উইমেন'-কে সহায়তা করতে চীন এক কোটি মার্কিন ডলার দেবে। এ অর্থ 'পেইচিং ঘোষণা' ও 'প্লার্টফর্ম ফর অ্যাকশান' এবং ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যয় করা হবে। আগামী পাঁচ বছরে চীন অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে নারী ও শিশু উন্নয়নে সাহায্য করবে। এসব সাহায্যের মধ্যে থাকবে: নারী ও শিশুদের জন্য ১০০টি স্বাস্থ্য-প্রকল্প; প্রয়োজনীয় সেবা দিতে চিকিত্সকদল প্রেরণ', এবং গরীব মেয়ে-শিক্ষার্থীদের পড়াশোনা খরচ যোগাতে ও বিদ্যালয়গামী মেয়েদের সংখ্যা বাড়াতে ১০০টি 'সুখী ক্যাম্পাস প্রকল্প' বাস্তবায়ন। আমরা আগামী পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলোর ৩০ হাজার নারীকে চীনে প্রশিক্ষণ দেব এবং আরও এক লক্ষ নারীকে নিজ নিজ দেশে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেব। চীন ও জাতিসংঘ যৌথ উদ্যোগে যে তহবিল গড়ে উঠেছে, তা দিয়ে উন্নয়নশীল দেশগুলোর নারীদের জন্য বিশেষ দক্ষতাবৃদ্ধি কর্মসূচি গ্রহণ করা হবে।

সুধীবৃন্দ ও বন্ধুরা,

চলুন আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করি এবং নারীসহ সকলের জন্য একটি উন্নততর বিশ্ব গঠনে দ্রুত সামনে এগিয়ে যাই। বিশ্ব নেতৃবৃন্দের এই শীর্ষ সম্মেলন সফল হোক।

সবাইকে ধন্যবাদ।

(সিনহুয়া বার্তা সংস্থা) (ইয়ু/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040