|
বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'আমার মাতৃভূমি, আমার মা'।
এ গানে স্বদেশকে নিজের মার সাথে তুলনা করা হয়েছে এবং মার জন্য নিরলস প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশিত হয়েছে।
শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার শিরোনাম 'আমি তোমাকে ভালোবাসি, চীন'। এ গানে চীনাদের নিজ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশিত হয়েছে।
এ গানের কথা এমন, আমি তোমাকে ভালোবাসি, চীন। আমি বসন্তকালে তোমার ভূমিতে প্রাণবন্ত চারা বপন করতে ভালোবাসি। আমি শরত্কালে তোমার হলুদ ফল পেতে ভালোবাসি। আমি চীনের পাহাড় ও নদী ভালোবাসি। আমি তোমার জন্য সবচেয়ে মধুর গান গাইতে চাই। আমি আমার সবচেয়ে সুন্দর যৌবন উপহার হিসেবে তোমাকে দিতে চাই।
সুপ্রিয় শ্রোতা, এখন সবাই মিলে আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনবো। গানের নাম 'আমাদের মাতৃভূমিকে হাজার সালাম'। এ গান মাতৃভূতির প্রতি জনগণের গভীর ভালোবাসায় পরিপূর্ণ।
সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |