Web bengali.cri.cn   
চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী গান
  2015-09-03 15:14:22  cri

বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'গ্রামীণ মেয়ে'। এ গানে বেদনাদায়ক সুরের মাধ্যমে যুদ্ধের সময়ে নিম্নবিত্ত সমাজের মানুষের দূ:খ-কষ্ট তুলে ধরা হয়েছে।

১৯৩১ সালের '১৮ সেপ্টেম্বর' দুর্ঘটনার পর চীনা চলচ্চিত্রে পরিবার ও জীবনের কষ্ট তুলে ধরার চেয়ে জাতীয় সংকট বেশি প্রতিফলিত হয়। '১৮ সেপ্টেম্বর' দুর্ঘটনার দ্বিতীয় দিনে জাপানি বাহিনী চীনের উত্তর পূর্ব প্রদেশের শেন ইয়াং দখল করে নেয়। তারপর উত্তর পূর্বের তিনটি প্রদেশ দখল করে তারা। ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে গোটা উত্তর পূর্ব চীন জাপানি বাহিনীর হাতে চলে যায়। বলা যায়, '১৮ সেপ্টেম্বর' দুর্ঘটনা হলো জাপানি সাম্রাজ্যবাদের চীনের ওপর আগ্রাসন চালানোর সূচনা।

সুপ্রিয় শ্রোতা, এখন আমি 'Angels on the Road' নামের চলচ্চিত্রের একটি গান শোনাবো আপনাদের। এ চলচ্চিত্রে জাপানি আগ্রাসন প্রতিরোধের সময় গৃহহারা মানুষের কথা উঠে এসেছে। উঠে এসেছে দ্রুত শত্রুকে পরাজিত করার আশাবাদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন এটিও 'Angels on the Road' চলচ্চিত্রের গান। গানের নাম 'চার ঋতুর গান'।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'স্নাতক ডিগ্রির গান'। এটি 'Plunder of Peach and Plum' নামে চলচ্চিত্রের গান।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040