Web bengali.cri.cn   
চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী গান
  2015-09-03 15:14:22  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো। হয়তো অধিকাংশ শ্রোতা আমাদের সাম্প্রতিক খবর ও অনুষ্ঠানের মাধ্যমে জেনে গেছেন, চলতি বছর হলো চীনা জনগণের জাপানি আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্বের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ জয়ের ৭০তম বর্ষ।

এই স্মরণ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজ সকালে চীনের থিয়েন আন মেন মহাচত্বরে জাঁকজমকপূর্ণভাবে কুচকাওয়াজের আয়োজন করা হয়।

এই বিশেষ দিনে 'সুরের ধারায়' অনুষ্ঠানে আজ আপনাদের কিছু ভিন্ন ধরনের গান শোনাবো। দেশপ্রেমের গান, দেশের প্রতি ভালোবাসার গান। আশা করছি, সবাই গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, গত শতাব্দীর ৩০ ও ৪০-এর দশক ছিলো চীনের বিদেশি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হওয়ার এক দুর্ভাগ্যজনক সময়। তবে তখনকার চীনা চলচ্চিত্র অঙ্গনে প্রথম সমৃদ্ধি দেখা যায়। আজকের অনুষ্ঠানে সকল শ্রোতাকে সেই যুগের বেশ কয়েকটি চলচ্চিত্রের গান শোনাবো। কেমন?

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো 'The river flows to the East' নামে একটি চলচ্চিত্রের গান। এ গানে চীনের চিয়াং সু প্রদেশের লোকসঙ্গীতের সুর ব্যবহার করা হয়েছে। গানটিতে যুদ্ধের কারণে গৃহহারা মানুষের ঘৃণা বর্ণনা করা হয়। আচ্ছা, এখন পুরো গানটি শোনা যাক।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040