Web bengali.cri.cn   
দক্ষিণ কোরিয়ার নির্মিত প্রামাণ্যচিত্র 'সুপার চায়না'
  2015-08-27 11:14:00  cri

দক্ষিণ কোরিয়ার প্রামাণ্যচিত্রের শুরু আসলে চীনের প্রামাণ্যচিত্রের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। গত শতাব্দীর ৭০'র দশকের শেষ দিকে জাপানিজ ব্রডকাস্টিং করপোরেশন (এনএইচকে) এবং চীনের চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) যৌথভাবে 'রেশম পথ' নামে ৩০ সেটের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে। প্রামাণ্যচিত্র নির্মাণ দলটি চীনের সি আন শহর থেকে রওনা হয়ে পামির মালভূমিতে পৌঁছায়, তারপর মালভূমির ভেতর দিয়ে কাজাখস্তান প্রবেশ করে এবং অবশেষে রোমে পৌঁছায়।

এই প্রামাণ্যচিত্রটি ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত চীনে প্রচারের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই প্রামাণ্যচিত্র দেখার পর অনেক প্রবাসী চীনার মনে গভীর দেশপ্রেমের অনুভূতি জাগ্রত হয়। দক্ষিণ কোরিয়ায় এই প্রামাণ্যচিত্র প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে দক্ষিণ কোরীয় জনগণ প্রামাণ্যচিত্রের শক্তিশালী ক্ষমতা উপলব্ধি করেন।

জানা গেছে, 'রেশম পথ' প্রামাণ্যচিত্রটি দক্ষিণ কোরিয়ায় প্রচারের পর সেদেশের কেবিএস টিভি কেন্দ্র ব্যাপক জনবল ও অর্থ বরাদ্দ করে উচ্চ গুণগত মানসম্পন্ন বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে। ফলে প্রামাণ্যচিত্রের ক্ষেত্রে কেবিএসের নেতৃত্বশীল অবস্থা তৈরি হয়।

৪৬ বছর বয়সী পার্ক চিনবুমের চীনের সঙ্গে গভীর সম্পর্ক আছে। গত শতাব্দীর ৮০'র দশকে তখন চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় নি। তখন ইংরেজি এবং জাপানি ভাষা হলো দক্ষিণ কোরিয়ার শীর্ষ ও জনপ্রিয় দুটি বিদেশি ভাষা। তবে তিনি সিউল বিশ্ববিদ্যালয়ের চীনা সভ্যতা বিভাগে পড়াশোনার সিদ্ধান্ত নেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040