Web bengali.cri.cn   
দক্ষিণ কোরিয়ার নির্মিত প্রামাণ্যচিত্র 'সুপার চায়না'
  2015-08-27 11:14:00  cri

পার্ক চিনবুম বলেন, 'দক্ষিণ কোরিয়ায় চীনকে ব্যাখ্যা করার বই ও অনুষ্ঠান বেশি নয়। তাই চীনের ইতিহাস ও বর্তমানকে জানাতে দক্ষিণ কোরীয় দর্শকদের সাহায্য করার জন্য আমরা একটি সার্বিক প্রামাণ্যচিত্র তৈরি করতে চাই।'

তিনি বলেন, বর্তমানে চীন প্রসঙ্গে অধিকাংশ দক্ষিণ কোরীয় জনগণের ধারণা ইতিবাচক। তবে কোনো কোনো চরমপন্থী নেতিবাচক দৃষ্টিভঙ্গিও পোষণ করে থাকেন। কোনো কোনো দক্ষিণ কোরীয় মনে করেন, চীনের জাতীয় ক্ষমতা শক্তিশালী হয়ে উঠছে এবং দেশটি একটি সুপার দেশে পরিণত হবে, ফলে দক্ষিণ কোরিয়ার প্রতি হুমকি সৃষ্টি করা যাবে। অন্য কোনো কোনো লোক মনে করেন, চীন হলো দরিদ্র ও নকল দ্রব্য উত্পাদনকারী দেশ। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিষয়গত ও ন্যায়সঙ্গতভাবে চীনকে দেখার জন দক্ষিণ কোরীয় জনগণকে সাহায্য করতে চাই।

'সুপার চায়না' প্রামাণ্যচিত্র দক্ষিণ কোরিয়ায় প্রচারের পর দেশটির সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। কোনো কোনো দক্ষিণ কোরীয় দর্শক মনে করেন, এতে ব্যাপক আকারে চীনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই প্রামাণ্যচিত্র হলো চীনকে জানার একটি অভিধান। কোনো কোনো লোক মনে করেন, চীনের জাতীয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া ও চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠতর হয়ে উঠছে। কোনো কোনো লোক মনে করেন, এই প্রামাণ্যচিত্র দেখার পর সংকটের একটা ধারণা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় 'সুপার চায়না' প্রামাণ্যচিত্র জনপ্রিয়তা পাওয়ার অবস্থায় চীনের প্রতি দেশটির জনগণের জানার আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। তাই পার্ক চিনবুম এ বছরের শেষার্ধে ধারাবাহিক নতুন প্রামাণ্যচিত্র তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এতে দক্ষিণ কোরিয়ার ওপর চীনের অর্থনীতির প্রভাব এবং চীনের যন্ত্রনির্মাণ শিল্প ও ইলেকট্রনিক যোগাযোগের শিল্পসহ বিভিন্ন খাতের বয়ে আনা সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040