Web bengali.cri.cn   
দক্ষিণ কোরিয়ার নির্মিত প্রামাণ্যচিত্র 'সুপার চায়না'
  2015-08-27 11:14:00  cri



দক্ষিণ কোরিয়ার কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস) - 'সুপার চায়না' নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে।

দক্ষিণ কোরিয়ার ক্যামেরায় চীনা দর্শকেরা সাধারণ বিষয়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা আবিষ্কার করেছেন এবং অন্য একটি দিক থেকে আত্মসমালোচনা করেছেন।

'সুপার চায়না' প্রামাণ্যচিত্রের মোট ৭টি পর্ব রয়েছে। এগুলোর নাম হলো, ১৩০ কোটি মানুষের শক্তি, টাকার শক্তি, চীনের প্রশাসন, মূলভূভাগের শক্তি, নরম ক্ষমতা, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবং চীনের পথ।

'সুপার চায়না' প্রামাণ্যচিত্র চলতি বছরের ১৫ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রদর্শিত হয়।

পার্ক চিনবুম হচ্ছেন 'সুপার চায়না' প্রামাণ্যচিত্রের তিন জন নির্মাতার মধ্যে একজন। তিনি সাংবাদিকদের জানান, প্রযোজনার সাথে যুক্ত দলটি ৩ দিন সময় দিয়ে এই প্রামাণ্যচিত্রের নাম ঠিক করেন। তারা মনে করেন, 'সুপার চায়না' এই নামটি সহজ এবং সহজে মনে রাখা যায়। তা ছাড়া 'সুপার চায়না' হলো ভবিষ্যতে চীনের উন্নয়নের একটি প্রবণতা।

পার্ক চিনবুম বলেন, 'বিশ্বে চীনের প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, শ্রীলংকা ও কেনিয়াসহ ২০টিরও বেশি দেশে গিয়েছি। আমরা আমেরিকা, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন জায়গা থেকে চীনকে দেখার দৃষ্টিভঙ্গি যোগাতে চাই।'

আসলে প্রথমে গভীরভাবে চীনকে জানার আগ্রহ থেকেই 'সুপার চায়না' প্রামাণ্যচিত্র তৈরি করার ইচ্ছা পোষণ করেন তিনি।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040