Web bengali.cri.cn   
বাঘ মা
  2015-05-07 19:54:06  cri

প্রিয় শ্রোতা, এখন আমি 'নিজের মনকে অনুসরণ করো' শিরোনামে আরেকটি গান শোনাবো। নাম শুনেই বুঝতে পারছেন এ গানটিও রোমান্টিক। গানে প্রেম প্রসঙ্গে তরুণ-তরুণীদের অটল মনোভাব বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে প্রেমের নানা অনুভূতির কথা। শুনুন তাহলে শ্রুতিমধুর গানটি।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষে আপনাদের 'The Left Ear' নামে চীনের একটি চলচ্চিত্রের গান শোনাবো। গানের শিরোনাম 'সুন্দর গতকাল'।

এ গানে বলা হয়েছে, তখন ছিলো আমাদের একে অপরের কাছ থেকে বিদায় নেয়ার ঠিক আগের গ্রীষ্মকাল। আমরা কাঁধে কাঁধ রেখে স্কুলের খেলার মাঠে বসলাম। সূর্যের আলো তোমার স্নিগ্ধ মুখে ছড়িয়ে পড়েছে। আমার চোখে তোমাকে একটি সুন্দর ছবির মতো লাগছে। সুন্দর সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা দু'জন এখন পৃথিবীর দু'প্রান্তে আলাদাভাবে বসবাস করি। মাঝে মাঝেই আমি আমাদের পুরোনো ছবিগুলো দেখি। আমার স্মৃতিপটে চমতকার সব স্মৃতি ভেসে ওঠে বার বার। সেই 'সুন্দর গতকাল' চিরদিন আমার মনে থাকবে।

সুপ্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। তবে, বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন।

(লিলি/মান্না)


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040