Web bengali.cri.cn   
বাঘ মা
  2015-05-07 19:54:06  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? নিশ্চয় খুব ভালো। বসন্তকাল চলে এসেছে। প্রকৃতিতে সবুজের কলরোল। গাছে গাছে ফুঁটেছে মন মুগ্ধ করা নানা রঙের ফুল। পাখিরা গাইছে গান। বাতাসে অদ্ভূত স্নিগ্ধতা। এমন পরিবেশে কার না মন ভালো থাকে!

বসন্তের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের চমত্কার কিছু গান শোনাবো।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা 'Tiger Mom' অর্থাত 'বাঘ মা' নামে চীনের একটি টিভি নাটকের বেশ কয়েকটি গান শুনবো।

এই টিভি নাটকটি গড়ে উঠেছে শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে। একটি কমেডি নাটক এটি। নাটকটিতে বর্তমান সময়ের শিক্ষা ক্ষেত্রের নানা সংঘাত ও দ্বন্দ্বও তুলে ধরা হয়েছে। নাটকটি দেখলে সন্তাদের শিক্ষাদান নিয়ে প্রত্যেক বাবা মার আত্মজিজ্ঞাসা সৃষ্টি হয়।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনবেন তার নাম 'বন্য পশুপাখি'। এ গানে বনের পশুপাখির জীবনের কথা তুলে ধরা হয়েছে। গানে বলা হয়েছে, আমাদের বসবাস করা এই বনে মানুষগুলো দারুণ অদ্ভূত। আমার সুন্দর বাঘ মা, আমাকে নিয়ে এই রাজ্যে ঘুরে বাড়াতে চান। আমার বিড়াল বাবা, সবসময়ই আমাকে নিয়ে খেলা করেন। আমি আমার বাসাটি ভীষণ ভালোবাসি। এখানে হাসি আছে, আনন্দ আছে, আছে সুখ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনবেন তার শিরোনাম 'ভুলে যাবো না'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040