Web bengali.cri.cn   
বাঘ মা
  2015-05-07 19:54:06  cri

গানে বলা হয়েছে, মানুষের বড় হওয়ার প্রক্রিয়ায় কোনো কোনো স্মৃতি চিরন্তন। তা ভুলে যাওয়া যায় না। মানুষের জীবনে এমন কিছু স্মৃতি আছে যা হৃদয়ে লুকিয়ে রেখেই বেঁচে থাকতে হয় মানুষকে। তা আমরা ভুলে যেতে পারি না; ভুলে যাবো না।

বন্ধুরা, কি সুন্দর কথা! তাই না? চলুন এখন আমরা গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে 'দশ হাজার বার কাঁন্না করা' গানটি শুনবো।

'দশ হাজার বার কাঁন্না করা' গানটিতে মানুষের বড় হওয়ার প্রক্রিয়ায় নানা ধরনের মনকষ্ট ও পরিশ্রমের কথা তুলে ধরা হয়েছে। বন্ধুরা, জীবনে সফল হতে হলে মানুষকে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়। কখনো সে সফল হয়; কখনো সফল হয় না। সফলতা আনন্দের; কিন্তু বিফলতা কষ্ট দেয় মনকে। এই গানে সে কথাই বলা হয়েছে। তাহলে শুনুন গানটি।

বন্ধুরা, এখন 'My Sunshine' নামে চীনের আরেকটি টিভি নাটকের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। গানগুলো বেশ চমতকার। আশা করি আপনাদের ভালো লাগবে।

এই টিভি নাটকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজোড়া প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদের গল্প তুলে ধরা হয়েছে। একে অপরের কাছ থেকে বিদায় নেওয়ার ৭ বছরের পর কি ঘটে তাদের জীবনে তা বলা হয়েছে। তারা কি আগের মতোই ভালোবাসার সম্পর্ক চালিয়ে যায়? হ্যাঁ, উত্তর হলো ঠিক তাই। প্রেম সেতো নিরন্তন; নির্মল। বিশুদ্ধ প্রেম কখনো ভুলে থাকা যায় না। ঠিক বলেছি না বন্ধুরা?

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040