Web bengali.cri.cn   
চীনের চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের পথ অন্বেষণ
  2014-10-16 14:43:32  cri

চীনের বৃহত্তম বেসরকারি চলচ্চিত্র প্রকাশনা কোম্পানি বা 'বোনা ফিল্ম গ্রুপ লিমিটেড'র মহাপরিচালক ইউ তোং মনে করেন, ফিল্মের দিক থেকে বলা যায়, বড় দেশ থেকে প্রভাবশালী দেশ পর্যন্ত চীনের আরো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, 'চলচ্চিত্রের ক্ষেত্রে শক্তিশালী একটি দেশ হিসেবে এর দুটি প্রতীক আছে। চীনের বাজারে দেশীয় চলচ্চিত্রের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। এটাই হলো প্রথম প্রতীক। দ্বিতীয় প্রতীক হলো বিদেশে দেশীয় চলচ্চিত্রের রপ্তানি। তবে রপ্তানি করতে চাইলে আমাদের দক্ষতা কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা আমাদের জন্য কোনো সমস্যা নেই। তবে পশ্চিমা বাজারে প্রবেশ করতে চাইলে আমাদের আরো বেশি সময় লাগবে।'

একদিকে দেশীয় চলচ্চিত্রের বার্ষিক নির্মাণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বক্স অফিস সমৃদ্ধ হচ্ছে, অন্যদিকে বিদেশে দেশীয় চলচ্চিত্রের রপ্তানি বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। চায়না ফিল্ম প্রমোশন ইন্টারন্যাশনাল বা সিএফপিআই-এর সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৩ সালে বিদেশে মোট ৪৫টি দেশীয় চলচ্চিত্র বিক্রি করা হয় এবং এই সংখ্যা ২০১২ সালের তুলনায় ৩০টি কম।

আসলে বিদেশের বাজারে দেশীয় চলচ্চিত্রের অন্বেষণের একশ' বছর পার হয়ে গেছে। ১৯১৩ সালে মার্কিনীদের পুঁজি বিনিয়োগে 'চুয়াং টজু টেইস্টস হিজ ওয়াইফ' নামে চীনাদের নির্মিত চলচ্চিত্রটি হলো বিদেশে রপ্তানিকৃত প্রথম দেশীয় চলচ্চিত্র।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040