Web bengali.cri.cn   
চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু
  2014-03-07 09:17:52  cri

মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন আজ (বুধবার) সকালে পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রধানমন্ত্রী লি খো ছিয়াংসহ দেশের নেতৃবৃন্দ ও তিন সহস্রাধিক প্রতিনিধি অধিবেশনে অংশগ্রহণ করছেন। অধিবেশনের শুরুতেই উপস্থিত সকল প্রতিনিধি গত পয়লা মার্চ ইয়ুননান প্রদেশের খুনমিং রেলস্টেশনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন।

সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসে সার্বিক সংস্কার প্রক্রিয়া জোরদার করার সিদ্ধান্ত নেওয়ার পর, এটি হলো চীনের সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতা সংস্থার প্রথম বার্ষিক অধিবেশন।

সাড়ে আট দিনের অধিবেশনে প্রতিনিধিরা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, সুপ্রিম কোর্ট এবং সর্বোচ্চ অভিশংসক দপ্তরের কর্মরিপোর্ট পর্যালোচনা করবেন।

অধিবেশন চলাকালে, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়সহ রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা আন্তর্জাতিক পরিস্থিতি, কূটনৈতিক নীতিমালা, সার্বিক সংস্কার পরিস্থিতি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও জীবিকাসহ নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আগামী ১৩ মার্চ সকালে অধিবেশন শেষে এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী দেশ-বিদেশি সংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। (ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040