Web bengali.cri.cn   
চলতি বছর চীনের অগ্রগতির পথে অনুকূল ও প্রতিকূল—দু'ধরনের উপাদানই রয়েছে: প্রধানমন্ত্রী লি খে ছিয়াং
  2014-03-05 11:46:05  cri

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং আজ (বুধবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করার সময় বলেন, '২০১৪ সালেও চীন জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। দেশের অগ্রগতির পথে অনুকূল ও প্রতিকূল দু'ধরনের উপাদানই রয়েছে।'

বিশ্ব অর্থনীতিতে অস্থির ও অনিশ্চিত উপাদানের কথা উল্লেখ করে তিনি বলেন, "নবোদিত অর্থনৈতিক সত্তাগুলো কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক কাঠামো সুবিন্যস্ত হচ্ছে, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়েছে।"

প্রধানমন্ত্রী বলেন, "চলতি বছর সরকারি কাজের প্রধান লক্ষ্য হচ্ছে: চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মহান পতাকা হাতে নিয়ে, তেং সিয়াও পিংয়ের তত্ত্ব, 'তিন প্রতিনিধিত্ব' ধারণা, ও বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের আলোকে সার্বিকভাবে কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় ও তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করা; কমরেড সি চিন পিংয়ের ধারাবাহিক দিক-নির্দেশনামূলক বক্তব্যে তাত্পর্য উপলব্ধি করা; স্থিতিশীলতার মধ্য দিয়ে সমস্ত কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া; আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন ঘটানো।"

প্রধানমন্ত্রী আরো বলেন, "সামষ্টিক অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা ও স্থিতিশিলতা বজায় রাখতে হবে। চীনের বৈশিষ্ট্যপূর্ণ নতুন ধরনের শিল্পায়ণ, তথ্যায়ণ, নগরায়ণ এবং কৃষির আধুনিকীকরণের পথ অনুসরণ করতে হবে।" সার্বিকভাবে অর্থনীতির টেকসই ও সুস্থ উন্নয়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040