
সিপিপিসিসি ও সিপিপিসিসি'র সদস্যরা ভালোভাবে ভূমিকা পালন করবে: চাং কাও লি

মার্চ ৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্ত্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য , সরকারের উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি ৪ মার্চ দ্বাদস জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সদস্যদের সাথে আলোচনার সময় বলেন,অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের সম্প্রতি ও স্থিতিশীলতার জন্য সিপিপিসিসি ও সিপিপিসিসি'র সদস্যরা ভালোভাবে ভূমিকা পালন করবে। (আকাশ/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
