
দুর্নীতির প্রবণতা দমন করা উচিত্ :ওয়াং ছি সান

৩ মার্চ: চীনা কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিটির চেয়ারম্যান ওয়াং ছি সান মঙ্গলবার দ্বাদশ চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের সঙ্গে দেখা হন এবং তাদের সঙ্গে কতকগুলো ব্যানেলে ভাগ হয়ে আলোচনা করেন। ওয়াং ছি সান জোর দিয়ে বলেন যে দৃঢ়ভাবে দুর্নীতির প্রবণতা দমন করা এবং নিবৃত্তিমূলক শক্তি দেখানো উচিত্।
ওয়াং ছি সান আশা করেন, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা গণতান্ত্রিক তত্ত্বাবধানের মাধ্যমে কমিউনিস্ট পার্টি ও সরকারের ন্যায়নীতি প্রতিষ্ঠায় ও দুর্নীতি দমনে অবদান রাখবেন।(শিশির)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
