

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং বুধবার দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করার সময় বলেন, গত বছর বিশ্ব অর্থনীতি পুনরুত্থানের কঠিন সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জটিল পরিস্থিতিতে, চীনের মানুষ সিপিসির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সাফল্যের সাথে আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বনির্ধারিত মূল লক্ষ্য বাস্তবায়ন করেছে এবং সংস্কার ও উন্মুক্তকরণ ও সমাজতান্ত্রিক আধুনিকীকরণকাজে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, "অর্থনীতি সঠিক পথে এগুচ্ছে। জিডিপি ৫৬.৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, আগের বছরের চেয়ে যা ৭.৭ শতাংশ বেশি। আমদানি ও রপ্তানির মোট পরিমাণও ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।" শহরাঞ্চলের অধিবাসীদের মাথাপিছু ব্যয়যোগ্য আয় ৭ শতাংশ এবং গ্রামাঞ্চলের অধিবাসীদের মাথাপিছু ব্যয়যোগ্য আয় ৯.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা ১ কোটি ৬৫ লাখ কমেছে এবং শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসিদের আয়ের ব্যবধানও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।"
প্রধানমন্ত্রী আরো বলেন, "শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। শেনচৌ-১০ মহাকাশে ভ্রমণ করেছে। ছাংও-৩ সাফল্যের সাথে চাঁদে অবতরণ করে অনুসন্ধানকাজ চালিয়েছে। চিওলোং ডুবোযান গভীর সমুদ্রে ডুব দেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এসব থেকে প্রমাণিত হয়েছে যে, চীনা জনগণ দেশকে একটি উদ্ভাবনী রাষ্ট্রে পরিণত করার সামর্থ্য ও বুদ্ধি রাখে।" (ইয়ু/আলিম)

| ||||



