
দুই অধিবেশনের গ্রুপ আলোচনায় চীনের নেতাদের অংশগ্রহণ

মার্চ ৬: চীনের কমিউনিস্ট পার্টির নেতা সি চিন পিং, লি খে ছিয়াং, চাং দ্য চিয়াং ও ইয়ু চেং শেং বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সম্মেলন এবং দ্বাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের গ্রুপ আলোচনায় অংশ নিয়েছেন।
কুয়াং তুং প্রদেশের গ্রুপ আলোচনায় অংশ নেয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ৩০ বছরেরও বেশি সময়ে কুয়াং তুং উন্মুক্তকরণ ও সংস্কারের প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে। (শুয়েই/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
