Web bengali.cri.cn   
শান্তি রক্ষায় শক্তির উপর নির্ভর করা দরকার:ফু ইং
  2014-03-07 09:15:29  cri

মার্চ ৪: প্রতিবেশী দেশ বা অন্য কোন দেশকে শত্রু হিসেবে কখনো দেখেনা চীন। চীনের নিজস্ব ইতিহাস ও অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, শান্তি রক্ষায় শক্তির উপর নির্ভর করা দরকার বলে মনে করা হয়। চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের মুখপাত্র ফু ইং মঙ্গলবার এ কথা জানান।

এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট সংবাদদাতাদের প্রশ্নের জবাবে ফু ইং বলেন, এক শক্তিশালী প্রতিরক্ষা শক্তি রক্ষা করতে না পারলে আমাদের জনগণের সুখী জীবন হয়তো এতো সহজ হবেনা । সুতরাং, চীনের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিরক্ষা শক্তিকেও পর্যায়ক্রমে আধুনিকা হয়ে উঠতে হবে। এটি একটি সাধারণ নিয়ম, অবশ্যই জনগণ তার ব্যাপক সমর্থন করেন।

তিনি আরো বলেন, চীন শান্তি ও উন্নয়নের পথে অবিচল, এটি প্রমাণিত এবং সঠিক। এ ব্যাপারে আমরা আরও অবিচলভাবে কাজ করবো।(ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040