Web bengali.cri.cn   
লেওন
  2013-08-22 10:34:51  cri



প্রিয় শ্রোতা, আজের অনুষ্ঠান শুরু করার আগে আগের মতো একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাতে চাই। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মো: শাহাদত হোসেন তাঁর ইমেইলে লিখেছেন,

প্রিয় মহোদয়,

আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি সিআরআই'এর একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমি চীন ও চীনা সংস্কৃতি বিষয়ে জানার জন্যে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমি নিয়মিত সিআরআই'এর অনুষ্ঠান শুনি এবং অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি।

গত ২৪ জুলাই ২০১৩ রোজ বৃহস্পতিবার আলোছায়া অনুষ্ঠানে 'কুইল' চলচ্চিত্রটির বিবরণ শুনে মুগ্ধ হয়েছি। আরো বিস্মিত হয়েছি একথা জেনে যে, এ চলচ্চিত্রটি একটি সত্য গল্প অবলম্বনে তৈরি। 'কুইল' চলচ্চিত্রটির বর্ণনা শুনতে শুনতে বিস্ময়ে অভিভূত হয়েছি। একটি পোষা প্রাণীর যে এমন আবেগ থাকতে পারে তা আগে আমার ধারণার বাইরে ছিলো। এ চলচ্চিত্রে কুকুরের সাথে মানুষের যে জীবনযাত্রার দৃশ্য অংকন করা হয়েছে তা মানুষের মানবিকতায় নতুন মাত্রা দিয়েছে।

আমি মনে করি, বাংলাদেশের চীনা দূতাবাসের মাধ্যমে কিছু চীনা চলচ্চিত্র বাংলাদেশ টেলিভিশনে প্রচারের ব্যবস্থা করা উচিত্। এতে চীনা সংস্কৃতি সম্পর্কে আগ্রহী বাংলাদেশিরা উপকৃত হবে।

ধন্যবাদান্তে

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040