|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন, এতে কুইলের প্রথমবারের মতো রেন চিং দম্পতির বাড়িতে আসার দৃশ্য দেখানো হয়।
রেন চিং দম্পতির সঙ্গে থাকা একটি বছর কুইলের জন্য ছিল সবচেয়ে সুখের। রেন চিং দম্পতি কুইলকে খুব ভালোভাবে যত্ন নিতেন। প্রথমেই তাঁরা কুইলকে উপহার হিসেবে একটি খেলনা ভাল্লুক কিনে দেন। একদিন ঘুম ভেঙে কুইল দেখল তার ঘরের দরজার সামনে একটি খেলনা ভাল্লুক। সে কৌতুহলী হয়ে সেই খেলনা ভাল্লুকের সাথে খেলতে শুরু করে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে কুইল এবং খেলনা ভাল্লুকের একসাথে খেলার দৃশ্য দেখানো হয়।
কুইলের জীবনের মজার একটি বছর যেন দ্রুতই শেষ হয়ে যায়। রেন চিং দম্পতির কাছ থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসে এবং একদিন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মী কুইলকে নিতে আসে। রেন চিং দম্পতি কুইলকে নিয়ে বাইরে বেড়াতে যায়। অনেকটা পথ তারা কুইলকে নিয়ে এক সাথে হাঁটলেন। রেন চিং দম্পতি মনে মনে চাইলেন যে, এই পথ চলা যেন কোনোদিন শেষ না হয়। কিন্তু এ আশা পূরণ হবার নয়। অবশেষে বিষন্ন মনে তাঁরা কুইলকে প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীর হাতে তুলে দিলেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |