Web bengali.cri.cn   
english vinglish
  2013-06-27 15:46:18  cri

শশী বিস্মিত, আলোড়িত আর আনন্দিত হলেও শ্রোদ্ধার সাথে ল্যরেন্সের ভালোবাসা প্রত্যাখ্যান করেন। কারণ এখনো তাঁর মনের গহীনে রয়েছে স্বামী এবং সন্তানদের প্রতি তীব্র ভালোবাসা।

নাটকীয় ভাবে চলচ্চিত্রের শেষে ভাগ্নির বিয়ে আর ইংরেজি কোর্সের ফাইনাল পরীক্ষা তারিখ একই দিনে পড়ে যায়। তাই বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য মিষ্টি খাবার লাদুস তৈরী করা আর ভারতীয় রীতি নীতি তুলে ধরতে শশী ইংরেজী পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। আরও নাটকীয় বিষয় হলো, ভাগ্নির আমন্ত্রণে শশীর ইংরেজি কোর্সের শিক্ষক এবং সহপাঠীরা সেই বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন।

বিয়ের অনুষ্ঠানে বর ও কনের পক্ষ থেকে শশী অতিথিদের শুভেচ্ছা জানালেন এবং তিনি সাবলিল ইংরেজি ভাষাতেই শুভেচ্ছা জানালেন। তাঁর বক্তৃতার মধ্যে যে কথাটি উপস্থিত সকল মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে সেটি হচ্ছে: একটি সুন্দর আর পবিত্র বিবাহের মানে হচ্ছে বর ও কনের পরস্পরকে সমর্থন আর সম্মান প্রদর্শন করা। কখনোই একজনের দুর্বলতা নিয়ে অন্যজনের উপহাস করা উচিত নয়, বরং এটা অন্যায়। পরিবারই হচ্ছে সেই একমাত্র জায়গা, সেখানে আপনি ভালোবাসা আর সম্মান পাবার অধিকার রাখেন।

শশীর এই সকল শোনার পর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা স্বামী আর মেয়ে প্রচন্ড লজ্জা পেলেন।

মজার বিষয় হলো বিবাহ অনুষ্ঠানে দেয়া তাঁর এই বক্তৃতার মাধ্যমেই শশী ইংরেজি কোর্সের ডিপ্লোমা পেলেন। একই সাথে তিনি আত্মবিশ্বাস এবং পরিবারের সদস্য আর বন্ধুদের সম্মানও পেলেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040