|
শশী নামে চলচ্চিত্রের প্রধান নারী চরিত্র হলেন ভারতের মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিনী। তিনি পরিবারের সবার প্রতি বিশেষ যত্ন আর দায়িত্ব পালনে সদা সচেষ্ট। অবসর সময় তিনি ladoos লাদুস নামে এক ধরনের মিষ্টি খাবার তৈরী করে বিক্রি করতেন। কিন্তু ইংরেজি ভাষা বলতে পারেন না বলে স্বামী এবং মেয়ের সঙ্গে তাঁর এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়। একবার শশী হিন্দি ভাষায় মেয়ের শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় আর আলাপ করেন। আসলে মেয়ের শিক্ষকের হিন্দি ভাষা অত্যন্ত খুব দুর্বল ছিল। এ ঘটনায় মেয়ে তাঁর মায়ের প্রতি ভীষণ রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। মেয়ে ভাবলো যে, মা যেনে, শুনে, বুঝে তাকে লজ্জা দিতেই এ কাজ করেছে।
অন্যদিকে মেয়ের বন্ধুরা, শশীর তৈরী মিষ্টি খাবার লাদুসের ভীষণ প্রশংসা করে। তবে শশীর স্বামী তাঁকে বলেন, born to be a ladoos maker অর্থাত্ শশী জন্ম থেকেই একজন লাদুস বানানো কারিগর। এভাবেই শশী পরিবারে মধ্যে এক ধরনের তাচ্ছি্ল্যতার সাথে দূরত্ব মেনে নিয়েই সবার দেখাশুনা করে যাচ্ছিল।
একদিন যুক্তরাষ্ট্রে বসবাস করা শশীর বড় বোনের মেয়ের বিয়ে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক হয়। এই বিয়েতে প্রচলিত ভারতীয় হিন্দু বৈশিষ্ট্যের যাবতীয় রীতি, আচার অনুযায়ী অনুষ্ঠানটি প্রস্তুত করার জন্য তাঁকে স্বামী সন্তানদের রেখে তিন সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে চলে হয়।
এর আগে কখনও বাইরে চলে যান নি এবং ইংরেজি ভাষা বলতে পারেন না বলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে শশীকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। তবে অন্যদের সাহায্যে তিনি ঠিকঠাক মতোই যুক্তরাষ্ট্রে পৌঁছে যান। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাঁর সামনে ভাষা সমস্যা অত্যন্ত তীব্র হয়ে দাঁড়ায়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |