আজকের অনুষ্ঠানে আমি ' এ সিম্পল লাইফ' শিরোনামে চীনের হংকংয়ের একটি মুগ্ধকর উষ্ণ নাট্যধর্মী চলচ্চিত্রের সাথে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দিতে চাই। 'এ সিম্পল লাইফ' চলচ্চিত্রটির আরেরকটি নাম হচ্ছে 'সিস্টার পিচ'। কেননা কোনো একজনের নামকে চলচ্চিত্রের নাম হিসেবে নির্ধারণ করা হয় এ ছবিতে।
এ ছবিতে একটি খুব সহজ আর সরল গল্পের বর্ণনা করা হয়েছে। রজার নামে নামে এক পুরুষ একটি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সিস্টার পিচ নামে একজন সেবিকা তাঁকে লালন পালন করেন। আসলে এই পরিবারে সিস্টার পিচ দীর্ঘ ৬০ বছর ধরে সেবা করে আসছেন আর রজার হচ্ছে তাঁর সেবা পাওয়া সর্বশেষ সদস্য। এই দীর্ঘ বছরে দিনে দিনে তাঁর শরীরের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে যায়। এটা সিস্টার পিচ নিজেই বুঝতে পারেন, তিনি এটাও বুঝতে পারেন যে, তিনি আর আগের মতো রজারের পরিবারের জন্য সেবা করতে পারছেন না। তাই একদিন তিনি নিজেই এই পরিবারে সেবাদানের চাকুরি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর একটি নার্সিং হোমে বসবাস করতে শুরু করেন। তখন থেকেই সিস্টার পিচ এবং রজারের মধ্যে মা ও ছেলের মতো একটি সাধারণ কিন্তু মুগ্ধকর ভাবানুভূতির সম্পর্ক প্রকাশ পেতে থাকে।
1 2 3 4 5