আচ্ছা, প্রিয় শিকদার ভাই, আমাদের আলোছায়া অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে অজানা অনেক তথ্য জানাতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দ বোধ করছি। ইমেইলে আপনি লিখেছেন, আপনি আমির খানের একজন ভক্ত অনুরাগী। আসলে আমিও আমির খানকে খুব পছন্দ করি। ভবিষ্যতের অনুষ্ঠানে আমি অবশ্যই আমির খানের অভিনীত অন্য চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ইমেইলে আপনি টাইটানিক ছবি এবং এর নায়ক নায়িকা সম্পর্কে জানার অনুরোধ করেছেন। আসলে আমি গত বছরে আলোছায়া অনুষ্ঠান প্রচারের প্রথম অনুষ্ঠানে টাইটানিক ছবিটির সঙ্গে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনি রেডিওতে শুনতে না পেরে আমাদের বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো : http://bengali.cri.cn/। ওয়েবসাইটের 'আলোছায়া' অংশে ক্লিক করে আপনি টাইটানিক ছবির প্রধান বিষয় শুনতে পারেন। আশাকরি সেটা উপভোগ করবেন। টাইটানিক ছবির অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমি পরের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেমন? ইমেইলে আপনি উল্লেখ করেন, 'বিশ্ব নন্দিত' এই ছবির ইংরেজি নাম কী? আমি কখনও শুনিনি। আমি সত্যিই দুঃখিত।
আচ্ছা, শ্রোতার ইমেইল পড়ার পর এখন শুরু করা যাক আমাদের আজকের মূল অনুষ্ঠানে।
1 2 3 4 5