Web bengali.cri.cn   
চীনের কুয়াংশি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লোংশেং জেলা
  2013-05-01 15:44:14  cri

আলিম. লোংশেং ছিল কুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের দরিদ্র জেলাগুলোর অন্যতম। পাহাড়ের ভেতরে গ্রামবাসীরা বংশপরম্পরায় কঠিন ও কষ্টের জীবন যাপন করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে লোংশেংয়ের পর্যটন শিল্প উন্নয়নের সাথে সাথে স্থানীয় লোকদের জীবনমান অনেক উন্নত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে লোংশেংতে পর্যটন শিল্পের সাথে জড়িত গ্রামবাসীর সংখ্যা ১০ হাজারেরও বেশি। ২০১২ সালে মোট ২৪ লাখ পর্যটক এখানে বেড়াতে এসেছেন; এদের মধ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল ১৭ শতাংশ। এ ছাড়া, ওই বছর পর্যটন শিল্পখাতে এ-জেলার মোট আয় হয়েছে ২ কোটি ইউয়ান।

সুবর্ণা. হ্যাঁ, স্থানীয় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করার পাশাপাশি পর্যটন শিল্প উন্নয়ন করা একটি ভালো উদ্যোগ। একটি সুন্দর চীন গড়ে তুলতে হলে সুন্দর গ্রাম নির্মাণ করতে হবে। এতে, পর্যটন শিল্প উন্নয়নের পাশাপাশি চীনা জাতির সংস্কৃতি ও রীতিনীতির প্রচার হবে; প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত হবে; এবং দারিদ্র্য বিমোচনের নতুন পথ উন্মোচিত হবে। স্থানীয় অঞ্চলের গ্রামবাসীরা নিজেদের জাতীয় কাপড় পড়ে, আঞ্চলিক বা জাতীয় ভাষায় গান গেয়ে জীবনমান উন্নত করবে---এটা স্বচ্ছল হবার সুবিধাজনক ও আনন্দদায়ক পদ্ধতি।

আলিম. আপনি ঠিকই বলেছেন। এ-এক চমত্কার পদ্ধতি। এ যেন আনন্দের মাধ্যমে আরো আনন্দকে খোঁজা। জানা গেছে, বর্তমানে লোংশেং জেলায় পর্যটন গ্রামের সংখ্যা গোটা জেলার ৯০ শতাংশে দাঁড়িয়েছে। লোংশেং জেলার মানুষ পূর্বপুরুষদের রেখে-যাওয়া সংস্কৃতি সংরক্ষণ করার সুফল এখন ভোগ করছে।

সুবর্ণা. আচ্ছা, সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হবে। এখন আমি এ-সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: চীনের সংখ্যালঘু ইয়াও জাতির নারীদের সবচে লম্বা চুলের দৈর্ঘ্য কত মিটার?

আলিম. প্রশ্নটি আবার বলি: চীনের সংখ্যালঘু ইয়াও জাতির নারীদের সবচে লম্বা চুলের দৈর্ঘ্য কত মিটার?

সুবর্ণা. আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

আলিম. আমরা আপনাদের চিঠির অপেক্ষা রইলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040