Web bengali.cri.cn   
চীনের কুয়াংশি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লোংশেং জেলা
  2013-05-01 15:44:14  cri
আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি দারুণ সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাবো, তার নাম লোংশেং জেলা।

আলিম. আমি শুনেছি চীনের কুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অনেক সংখ্যালঘু জাতি বসবাস করে; বিশেষ করে চুয়াং জাতির লোকের সংখ্যা সেখানে সবচে বেশি। এটা কি ঠিক?

সুবর্ণা. হ্যাঁ,আপনি ঠিকই শুনেছেন। চুয়াং জাতি ছাড়া, চীনের মিয়াও, ইয়াও, তুং আর হান জাতির লোকেরাও লোংশেং জেলায় বাস করেন। লোংশেং হল উত্তর-পূর্ব কুয়াংশির একটি স্বায়ত্তশাসিত জেলা। এখানকার ভূভাগ মূলত পাহাড় নিয়ে গঠিত। স্থানীয় অঞ্চলে একটি কথা প্রচলিত আছে। আর তা হলো: লোংশেং-র ৯০ শতাংশ পাহাড়, ৫ শতাংশ নদী এবং বাকি ৫ শতাংশ কৃষিক্ষেত। এখানকার লোকসংখ্যা প্রায় এক লাখ সত্তুর হাজার। স্থানীয় কৃষকরা অনেক পরিশ্রমী। কিন্তু কৃষিজমির স্বল্পতার কারণে, তারা স্বচ্ছল নয়।

গত শতাব্দীর আশির দশক থেকে লোংশেং-র পর্যটন শিল্প উন্নত হচ্ছে। তখন থেকে দেশ-বিদেশের অনেক পর্যটক এখানে বেড়াতে আসছেন। ফলে স্থানীয় অঞ্চলের অনেকের জীবনমান অনেক উন্নত হয়েছে।

আলিম. সুবর্ণা, আমি জানি আপনি আমাদের শ্রোতাদের লোংশেং জেলার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেবেন। কিন্তু তার আগে একটি গান শুনে নিলে কেমন হয়? গানের নাম 'সিঁড়ির ধাপের মত খাঁজকাটা মাঠ'। গানের শিল্পী চীনের তাইওয়ান প্রদেশের অতি জনপ্রিয় ও বিখ্যাত গায়ক চৌ চিয়ে লুন। গানের কথা মোটামুটি এমন: ছোটবেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালে জন্মস্থানের সিঁড়ির ধাপের মতো খাঁজকাটা মাঠ ছিল আমার কাছে সবচে সুন্দর দৃশ্য/ আমি এর ছবি তুলেছি এবং শ্রেষ্ঠ আলোকচিত্রির পুরস্কার পেয়েছি/ আমি কবিতা লিখতে পারি না/ তবে, সেই ছবিই ছিল কবিতার মতো/ বাসে চড়ে বিদ্যালয়ে যাবার পথে আমি গরুর ঘাস খাওয়ার দৃশ্য দেখেছি/ হয়েছি আপ্লুত....

সুবর্ণা. আচ্ছা, এ-গানের মাধ্যমে আমি সিঁড়ির ধাপের মতো খাঁজকাটা মাঠের সুন্দর দৃশ্যও উপভোগ করেছি। ২০১১ সালে আমি কুয়াংশিতে বেড়াতে গিয়েছিলাম। তবে সময়স্বল্পতার কারণে লোংশেং যেতে পারিনি। তাই এখন পর্যন্ত ছবি দেখে জেলার অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করেছি। লোংশেং সিঁড়ি ক্ষেত হল স্থানীয় অঞ্চলের দর্শনীয় বস্তুগুলোর মধ্যে সবচে সুন্দর। পর্যটন এলাকার প্রাকৃতিক দৃশ্য ও সিঁড়ি ক্ষেত একসাথে মিলেমিশে এক দারুণ ছবি এঁকেছে যেন। বছরের চারটি ঋতুতে এখানে নানা ধরনের দৃশ্য উপভোগ করা যায়। আলিম ভাই, বাংলাদেশের গ্রামাঞ্চলে কি সিঁড়ি ক্ষেত দেখা যায়?


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040